
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দাবি বিহীন ১,২৭২টি জমির দলিল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এসব দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো দলিল ২ বছরের বেশি সময় সাব-রেজিস্ট্রার অফিসে দাবিহীন অবস্থায় পড়ে থাকলে সেসব দলিল আইন অনুসারে ধ্বংস করার বিধান রয়েছে। এ বিধান অনুযায়ী ওই সাব রেজিস্ট্রার অফিসের ২০১৭-১৮ সালের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১,২৭২টি দাবি বিহীন দলিল ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার রবিউল ইসলাম বলেন, অধিদপ্তরের নির্দেশনা অনুসারে দাবিহীন দলিল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব দলিল কেউ বুঝে নিতে না আসায় সেসব দলিল অফিসে সংরক্ষিত ছিল। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এসব দলিল গত বৃহস্পতিবার দুপুরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ওই সাব রেজিস্ট্রার অফিসের অন্যান্য কর্মকর্তাসহ দলিল লেখক সমিতির নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।