ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির মতবিনিময়

বিএনপির মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় ত্রিশালে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দরিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ময়মনসিংহ-৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন।

তিনি বক্তব্যে বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার। বিশেষ আলোচক হিসাবে ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান।

এছাড়া উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল আমিন খসরু, জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিনসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত