
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় সুষ্ঠু বিচার ও নির্বাচনকালীন নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা। গতকাল বুধবার মানিকগঞ্জ পৌর এলাকার জয়রা গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে আতা জানান, গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক প্রার্থীর সমর্থকরা তার ওপর হামলা চালায়। তিনি ঘটনাটিকে ‘অনভিপ্রেত ও ন্যাক্কারজনক’ বলে মন্তব্য করেন। তিনি নির্বাচন প্রচারণাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে আতাউর রহমান আতার সমর্থকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।