ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শরীয়তপুরে ৩০ ব্যাংকের উদ্যোগে কর্মশালা

শরীয়তপুরে ৩০ ব্যাংকের উদ্যোগে কর্মশালা

শরীয়তপুরে ৩০টি ব্যাংকের যৌথ উদ্যোগে ক্লাস্টার অর্থায়ন বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত কর্মশালায় শরীয়তপুর জেলায় কার্যক্রম পরিচালনাকারী ৩০টি ব্যাংকের মোট ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পাশাপাশি সিএসএমই খাতের ৩০ জন উদ্যোক্তাও এতে অংশ নেন। বরিশাল আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক মো. জোবায়ের হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের যুগ্ম-পরিচালক মোল্লা আল মাহমুদ, রুপালী ব্যাংকের শরীয়তপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. নিয়ামুল হক খান। কর্মশালায় ক্লাস্টারভিত্তিক অর্থায়নের ধারণা, এর বাস্তবায়ন কৌশল এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুবিধা সহজীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা অঞ্চলভিত্তিক সম্ভাবনাময় খাত চিহ্নিত করে পরিকল্পিতভাবে অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বচ্ছলতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের কর্মশালা উদ্যোক্তা ও ব্যাংকারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইমতিয়াজ আহমেদ মাসুম বলেন, ব্যাংকগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বাস্তবায়ন করা হলে উদ্যোক্তারা সহজে ঋণ সুবিধা পাবেন এবং টেকসই শিল্প গড়ে উঠবে। এছাড়াও অঞ্চলভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ক্লাস্টার অর্থায়ন একটি কার্যকর পদ্ধতি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিদ্যমান উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো গেলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত