
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত বস্তায় সবজি চাষ (লাউ) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আইয়ুব উল হক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিবসটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি বসির আলমের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা জীবন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাওলানা ইমরান চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মিজানুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম ও আল আমিন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষক/কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।