
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা অর্থদণ্ড ও দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সোমভাগ ইউনিয়নের মেসার্স খান ব্রিকস, সান ব্রিকস ও ইউএসএ ব্রিকস, ডাউটিয়া ব্রিকস, হালিমা ব্রিকস এ অভিযান চালানো হয়। এরমধ্যে ৫টি ব্রিকসকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয় এবং খান ও সান দুটি ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।