
কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুর রহিম (৫০) নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) সুশান্ত কুমার সরকার।
পুলিশ জানিয়েছে, নিহত আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) সুশান্ত কুমার সরকার বলেন, গত মঙ্গলবার সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে।