
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার কাঁচপুর সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে গোল্ডেন প্লাস নামের বেকারি মালিককে এ জরিমানা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক অভিযানের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়ালসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।