ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বিসিক মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিবহনের দুই শ্রমিক গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুই শ্রমিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে গতকাল বুধবার সন্ধ্যার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ঘটনায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত