
ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরে ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শির্ষক প্রকল্পেরে আওতায় মাঠ দিবস ও কারিগরি সেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাথানগাছি উত্তপাড়ায় এ মাঠদিবস ও কারিগরি সেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত রোববার উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমীন সুলতানার সভাপতিত্বে মাঠ দিবস ও কারিগরি শেসন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা হাসান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনরি রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান কাজি ও হাসানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদ্দাম হোসেন। এলাকার ৭০ জন কৃষককে নিয়ে এ মাঠ দিবস ও কারিগরি সেশন অনুষ্ঠিত হয়।