
রাজশাহীতে সীমান্তবর্তী পদ্মার চর এলাকায় ভারত থেকে পাচারকৃত ২টি ইউএসএ তৈরি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিক নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যেরভিত্তিতে দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে গত শনিবার রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর তিনটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।