ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ভোটাররা নিরাপদে ভোট দেবেন, প্রশাসন নিরপেক্ষ

বললেন রাজশাহী বিভাগীয় কমিশনার
ভোটাররা নিরাপদে ভোট দেবেন, প্রশাসন নিরপেক্ষ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই প্রস্তুতির কথা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। এরইমধ্যে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় এ ধরনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই সুষ্ঠু ভোট উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর।

বিভাগীয় কমিশনার ভোটারদের আশ্বস্ত করেন যে- ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন। তিনি বলেন, ‘আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, তারা নিরাপদে ভোট দিতে যেতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনি পরিবেশ বর্তমানে অনেক ভালো আছে এবং প্রশাসন এ বিষয়ে পুরোপুরি নিরপেক্ষ ও প্রস্তুত। আসন্ন গণভোট নিয়ে ইতিবাচক মন্তব্য করে বিভাগীয় কমিশনার বলেন, ‘গণভোটের বিষয়টি সাধারণ জনগণ খুবই ভালোভাবে নিয়েছে। এটি দেশকে পরিবর্তন ও সংস্কার করার একটি বড় সুযোগ।’ এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। নিরাপত্তা ও দুর্গম এলাকা চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল থেকে ব্যালট বক্স আনা প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময়ে ভোট গণনা শেষ করে স্বাভাবিকভাবেই ফলাফল ও ব্যালট নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ আমাদের পূর্ণ সহযোগিতা করবেন।’ নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কেউ যাতে মিথ্যা তথ্য ছড়াতে না পারে, সে লক্ষ্যে সাংবাদিকদের বিশেষ সহযোগিতা কামনা করেন ড. বজলুর রশীদ। তিনি সাধারণ মানুষকে যেকোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালানের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, এসব অস্ত্র দিয়ে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি অনেক ভালো আছে। এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে সেই কৌশলও আমাদের আছে। আমাদের সহযোগী বাহীনি যারা আছেন, তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেছি। চোরচালানের অস্ত্র যাতে ব্যবহার না হয়, সেদিকেও আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত