
গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি জেলা সদরের বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনায় জনমনে ব্যাপক ভীতির সঞ্চার হয়। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিজিবি টিম গোপালগঞ্জে এসে পৌঁছায়। বিজিবির টু আইসি মেজর নূর উদ্দিন আহমাদ জানান, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা জজের বাসভবনে এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল নিক্ষেপের পর শহরে আতঙ্ক বিরাজ করায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকেই এরইমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কসহ সব উপজেলা ও গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে।