ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

প্রিজাইডিং অফিসারদের কর্মশালা

প্রিজাইডিং অফিসারদের  কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে ৪০জন প্রিজাইডিং অফিসার, ১৩৫ জন সহকারী ভিজিটিং অফিসার ও ৩ শত জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় হল রুম ও শ্রেণী কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসার যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত