ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাট এলাকায় জড়ো হন। উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দেয়। নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নাহিদ উদ্দিন বলেন, ফেরি চালুর কৃতিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এক পক্ষ অন্য পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে, ফেরি উদ্বোধনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ফেরি উদ্বোধনের সময় নলচিরা ঘাটে এনসিপির নেতাদের ওপর পরিকল্পিতভাবে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। বারবার এসব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানানো হলেও প্রশাসনের ভূমিকা দুঃখজনকভাবে নির্বিকার। আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি। অন্যদিকে বিএনপি হামলার অভিযোগ অস্বীকার করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম বলেন, ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, মারামারির খবর পাওয়া গেছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত