ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

অবহেলায় বেড়ে ওঠা শিশুরা

মো. জাহিদ হাসান
অবহেলায় বেড়ে ওঠা শিশুরা

বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এদের মধ্যে অনেকে গৃহহীন- ফুটপাত কিংবা রাস্তাই যেন তাদের একমাত্র আশ্রয়স্থল। এই গৃহহীন মানুষের মাঝে রয়েছে অগণিত শিশু, যাদের নেই কোনো নির্দিষ্ট ঠিকানা, নেই শিক্ষা, চিকিৎসা কিংবা পুষ্টিকর খাবারের সুযোগ। এই শিশুরাও স্বপ্ন দেখে- ব্যাগ কাঁধে স্কুলে যাওয়ার, খেলার মাঠে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর, আর সুস্থ-স্বাভাবিক জীবনের। কিন্তু ‘পথশিশু’ পরিচয়ের কারণেই তারা মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। শিক্ষা, চিকিৎসা, নিরাপদ আশ্রয়, পরিচ্ছন্ন পোশাক- সবই যেন তাদের কাছে বিলাসিতা। এভাবে অবহেলায় বেড়ে ওঠা শিশুরা সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন। অথচ, তারাও আমাদের দেশের ভবিষ্যৎ- হতে পারে আগামী দিনের নেতৃত্বের মুখ, বিজ্ঞানী কিংবা রাষ্ট্রপ্রধান। তাই আসুন, আমরা পথশিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই। তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করি। পথশিশুরাও সমাজের সক্রিয় অংশ হয়ে উঠুক, এটাই হোক আমাদের অঙ্গীকার।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত