ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন

আছিয়া রহমান
আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন

পরিচ্ছন্নতা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। আমরা যদি যেখানে-সেখানে ময়লা ফেলি, তাহলে তা পরিবেশ দূষণের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। যেখানে-সেখানে আবর্জনা ফেলে রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়, নোংরা পরিবেশ তৈরি হয় এবং এতে রোগজীবাণু জন্ম নেয়। ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায়, ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়ার মতো নানা রোগ ছড়িয়ে পড়ে। এছাড়া বৃষ্টির সময় রাস্তাঘাটে জমে থাকা আবর্জনার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। তবে এসব সমস্যার সহজ একটি সমাধান রয়েছে। আমরা যদি ময়লা নির্দিষ্ট স্থানে ফেলি, যেমন ডাস্টবিন বা নির্ধারিত বর্জ্য ফেলার জায়গায়, তাহলে এ সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। পলিথিন বা প্লাস্টিকের মতো বর্জ্য আলাদা করে সংরক্ষণ করলে তা রিসাইকেলও করা সম্ভব। প্রত্যেকের উচিত বাসা-বাড়ি, দোকান, অফিসের আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা। এটি একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিকের কাজ।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত