ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

বাল্যবিবাহ রোধ করুন

মো. মাহমুদুল হাসান
বাল্যবিবাহ রোধ করুন

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, ছেলেদের জন্য বিবাহযোগ্য বয়স ২১ এবং মেয়েদের জন্য ১৮ বছর। কিন্তু দুঃখজনকভাবে, বাস্তবে এই আইন যেন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। দেশে গড়ে প্রতি দুটি বিয়ের একটি হয় বাল্যবিবাহ, অর্থাৎ এ হার ৫০ শতাংশ। কিন্তু রংপুর বিভাগে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৬৮ শতাংশে, যা একে ওই অঞ্চলে একপ্রকার সামাজিক ব্যাধিতে পরিণত করেছে। উদ্বেগজনকভাবে, রংপুর অঞ্চলের ৫৪ শতাংশ কিশোরীর বিয়ে হয় ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই, যা জাতীয় গড়ের চেয়ে বেশি। গ্রামীণ অঞ্চলে দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, সুষ্ঠু সামাজিকীকরণ এবং সচেতনতার অভাব বাল্যবিবাহ বৃদ্ধির মূল কারণ।

এসব অঞ্চলে জন্মসনদ জালিয়াতি করে বয়স বাড়িয়ে দেখিয়ে স্থানীয় কাজি বা ধর্মীয় ব্যক্তির মাধ্যমে গোপনে বিয়ে সম্পন্ন করা হয়, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ প্রায়ই জড়িত বা নীরব দর্শক। ফলে অপরিণত বয়সে গর্ভধারণ করে কিশোরীরা শারীরিক জটিলতা ও শিশুমৃত্যুর ঝুঁকিতে পড়ে।

পাশাপাশি তারা শিক্ষাজীবন থেকে ছিটকে পড়ে এবং অপ্রস্তুতভাবে গৃহস্থালি জীবনে প্রবেশ করে, যা জন্ম দেয় পারিবারিক ভাঙন, সন্তান জন্মদানে জটিলতা ও সামাজিক নিরাপত্তাহীনতা। বাল্যবিবাহ প্রতিরোধে কেবল আইন প্রণয়ন নয়, বরং তার যথাযথ প্রয়োগ, সামাজিক সচেতনতা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর মনিটরিং অত্যন্ত জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে একটি শিশু যেন নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ পায়- এটাই হওয়া উচিত আমাদের সম্মিলিত লক্ষ্য।

ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত