ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অভিনয়ের রজত জয়ন্তীতে শাহনূর

অভিনয়ের রজত জয়ন্তীতে শাহনূর

চলচ্চিত্রে অভিনয়ে আসার আগেই বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী ছিল চিত্রনায়িকা শাহনূরের প্রিয় নায়িকা। শাহনূরের আসল নাম মৌসুমী। যে কারণেও নায়িকা মৌসুমীর প্রতি তার ভালোলাগাটা ছিল বেশি, যা এখনো আছে শাহনূরের। সিনেমা জগতে পা রেখেই শাহনূরের নিজের নাম ‘মৌসুমী’ পরিবর্তন করেই চলচ্চিত্রে যাত্রা শুরু করতে হয়েছিল তাকে। ১৯৯৯ সালে এমএ খালেক পরিচালিত ‘ফাঁসির আদেশ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে শাহনূরের যাত্রা হয়। তার পারিবারিক নাম সৈয়দা কামরুন্নাহার মৌসুমী। শাহনূর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ফাঁসির আদেশ’ হলেও পরে আর মুক্তি পায়নি। ২০০০ সালের ৯ জানুয়ারি জিল্লুর রহমান ময়না পরিচালিত ‘জিদ্দি সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। সিনেমায় তার বিপরীতে ছিলেন সে সময়ের অন্যতম ব্যস্ত নায়ক রুবেল। দেখতে দেখতে চলচ্চিত্রে অভিনয়ের পথচলায় শাহনূর এরই মধ্যে রজত জয়ন্তী সময় অর্থাৎ ২৫ বছর পার করেছেন।

জিদ্দি সন্তানের পর নানা সময়ে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘স্বপ্নের বাসর’, ‘হাজার বছর ধরে’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘শেষ যুদ্ধ’, ‘রাজধানী’, ‘নয়ন ভরা জল’, ‘লাভ স্টেশন’, ‘প্রেম সংঘাত’, ‘কারাগার’, ‘ইন্দুবালা’ ইত্যাদি। শাহনূর এই মুহূর্তে দেশের বাইরে অর্থাৎ আমেরিকায় আছেন। সেখানেই তিনি স্টেজ শোসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি। শাহনূর অভিনীত প্রথম নাটক ‘কুয়াশার শেষ চিঠি’। প্রথম ধারাবাহিক নাটক জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘তামাদি’। ইন্ডাস্ট্রিতে দীর্ঘযাত্রা নিয়ে শাহনূর বলেন, ‘আজ ফেলে আসা দিনের অনেক স্মৃতিই মনে পড়ছে। চলার পথে যারা শুরু থেকে অনুপ্রেরণা দিয়ে এসেছিলেন, তাদের কেউই আজ নেই। জীবনে অনেক মানুষ হারিয়ে গেছে। মাঝেমধ্যে তাদের খুব মিস করি। সত্যি বলতে কি, আমাদের ছোট্ট একটা জীবন, অথচ কতশত চাওয়া। আমার কিন্তু জীবনে খুব বেশি চাওয়া নেই। এই এখন যেমন আছি, ভালোই আছি। বাবা নেই, খুব মিস করি। আম্মা সঙ্গে আছেন। মাকে নিয়েই আমার সুখের পৃথিবী। ধন্যবাদ কৃতজ্ঞতা আমার চলচ্চিত্র জীবনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ধন্যবাদ সব দর্শক ও সংবাদমাধ্যমের প্রতি। আন্তরিক কৃতজ্ঞতা আমার সকল ভক্ত দর্শকের প্রতি। কারণ দর্শকের কারণেই আমি শাহনূর হয়ে উঠতে পেরেছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত