ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দর্শক মাতালেন ঐশী

দর্শক মাতালেন ঐশী

ঈদের আগেই প্রথমবারের মতো যুক্তরাজ্য গিয়েছিলেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। সেখানে দুটি ভিন্ন তারিখে ভিন্ন দুটি স্টেজ শোতে প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মুগ্ধতা ছড়িয়ে এসেছেন ঐশী। দেশে ফিরেন গত ৪ জুন। দেশে ফিরে আবারও যথারীতি তিনি তার পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠেন। ঈদের পর গত ৯ জুন বাংলাদেশের আনারসের শহর হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুরে ‘মধুপুর শহিদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ (মধুপুর শহিদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন)-এর নতুন কমিটি (১১১ জন সদস্য) অভিষেক অনুষ্ঠান উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কমিটির সাধারণ সম্পাদক কবীর আহমেদ হীরা ও দপ্তর সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ জানান, অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শুরুতে সঙ্গীত পরিবেশন করেন শহিদ স্মৃতির সাবেক শিক্ষার্থী শাহনাজ সাথী। এরপর মঞ্চে উঠেন একই কলেজের সাবেক শিক্ষার্থী এসকে সাগর শান ও তার ব্যা- দল পাঞ্জেরী সঙ্গীত পরিবেশন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত