যে সময়টাতে মিডিয়াতে প্রিয়াঙ্কা জামান কাজ শুরু করেছিলেন সেই সময়টায় শুরু থেকেই আলোচনায় ছিলেন তিনি। হোক তা নাটকে অভিনয় কিংবা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা কিংবা মিউজিক ভিডিওতে কাজ করা। শুরুতে এসেই তিনি বেশ আলোচনায় ছিলেন একের পর এক ভালো কাজের মধ্যদিয়ে। যে কারণে দেশে বিদেশে অনেক স্টেজ শোতেও তিনি অংশগ্রহণ করেছেন। প্রিয়াঙ্কার ভাষ্যমতে আজ থেকে সাত বছর আগে তিনি দক্ষিণ কোরিয়াতেই প্রথম স্টেজ শোতে পারফর্ম করেন। এরপর তিনি একে একে মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চায়নাতে স্টেজ শোতে পারফর্ম করেন। এদিকে আজ প্রিয়াঙ্কা আবারো দীর্ঘ সাত বছর পর দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’ অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি তিনি পারফর্মও করবেন বলে নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা। আজ দিন পেরিয়ে রাত দুইটায় ক্যাথে প্যাসিফিক এয়ারে চড়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। সেখানকার ইনসন এয়ারর্পোটের পাশেই ইনসন গ্র্যান্ড পার্কে আগামী ৫ মে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’। দীর্ঘ সাত বছর পর দক্ষিণ কোরিয়া যাচ্ছেন বিধায় ভীষণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জামান বলেন, ‘বিদেশ যাত্রাটা শুরু হয়েছিল আমার দক্ষিণ কোরিয়াতেই। এরপর আরো বহুদেশে শোতে গিয়েছি আমি। তবে খুউব ইচ্ছে ছিল যেন আবার দক্ষিণ কোরিয়াতে শোতে যেতে পারি। সেই সুযোগটাই এলো অবশেষে। তবে এবার যেহেতু অনুষ্ঠানের উপস্থাপনা আমাকেই করতে হচ্ছে, তাই এবারের পুরো বিষয়টা আমার জন্য একটু বেশিই চ্যালেঞ্জিং। কারণ উপস্থাপনার পাশাপাশি স্টেজ শোতে আমাকে পারফর্মও করতে হবে।