এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। গানটি লিখেছেন সজীব অধিকারী। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এএইচ তূর্য্য। গানটি পরিচালনা করেছেন এসএইচ শাকিব ও সোহেল তালুকদার। ‘বন্ধু কালা চান’ গানটি মৌ টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি আশা করছি শ্রোতাণ্ডদর্শকদের ভালো লাগবে।’
গীতিকার সজীব অধিকারী বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন।’ সোহেল তালুকদার ও এসএইচ সাকিব বলেন, ‘গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও লাগবে।