পূর্ব সৌদি আরবের দাম্মাম মহানগরের খুবার শহরের এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি দর্শককে গানে গানে মুগ্ধ করেছেন বাংলাদেশের এই প্রজন্মের শীর্ষ গায়ক ইমরান মাহমুদুল। মূলত সৌদি আরবের দাম্মাম ও জেদ্দাতে পরপর দুটি শোতে অংশ নিতে সৌদি আরবে গিয়েছেন ইমরান। এরইমধ্যে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষ্যে সেই দিবসেই খুবারের আল ইসকান পার্কে নিজের পুরো দল নিয়ে সঙ্গীত পরিবেশন করেন ইমরান মাহমুদুল। হাজার হাজার দর্শক ইমরানের গান সরাসরি উপভোগ করার জন্য অনুষ্ঠান শুরু হবার আগেই ইসকন পার্কে সমাবেত হয়। এই পার্কে এক লাখ দর্শক একসঙ্গে যেকোনো শো উপভোগ করতে পারেন। হাজার হাজার দর্শক এক সময় লাখে পরিণত হয়। যখন একের পর এক মঞ্চে গান গাইছিলেন ইমরান প্রায় শেষের দিকে পার্কের বাইরে আরও হাজার হাজার দর্শক ইমরানের গান শোনার অপেক্ষায় ছিলেন। কিন্তু ভেতরে দর্শকের উপচেপড়া ভিড়ের কারণে আর তারা ভেতরে যেতে পারেননি। মঞ্চে উঠে টানা- ১ ঘণ্টা ৪৫ মিনিট পারফর্ম করেন ইমরান ও তার ব্য- দল ‘আই কিংস’। ‘তুই কী আমার হবিরে’ ‘এমন একটা তুমি চাই’ ‘দিয়েছি তোকে দিল দিল দিল’ ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো’ ‘দূরে দূরে’ ‘সখি তোমারে বাঁধিবো’ ‘এ জীবনে যারে চেয়েছি’ ‘ ফিরে আসেনা’ ‘রাত ভোর’ ইত্যাদি গান টানা ১ ঘণ্টা ৪৫ মিনিট গেয়ে শোনান ইমরান। ইমরানের প্রতিটি গানই এতো জনপ্রিয় যে যখনই ইমরান গাইতে শুরু করেন দর্শকের মধ্যে সেই গানকে ঘিরেই যেন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছিল।