ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে তার। এবার ‘কালকে টুনির বিয়া’ শিরোনামে একটা গানের মডেল হয়েছেন সুবাহ।
গানটি মুক্তির পর বেশ প্রশংসা পাচ্ছে সুবাহ। শাহ হুমায়রা সুবাহ বলেন, আমি তো গানের মডেল হই না। কিন্ত এই গানটাতে যখন আমাকে অফার করলো তখন শুনে ভালো লেগেছে।
মিউজিক ভিডিওটা সিনেমিক তাই রাজি হয়ে গিয়েছি। মুক্তির পর সবাই খুব প্রশংসা করছে; খুব ভালো লাগছে।
উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা।
মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা।