রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত বরেণ্য চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট’ (বিএফআই)’-এ শুরুর সময়কাল থেকেই শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে ‘চলচ্চিত্রে অভিনয়’ ও ‘চলচ্চিত্রে পোশাক পরিকল্পনা’র ক্লাস নেন তিনি। প্রায় দুই দশক ধরেই তিনি নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন বলে জানান চিত্রলেখা গুহ। চিত্রলেখা গুহ বলেন, ‘শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে শুরু থেকেই এই পেশার প্রতি ভীষণ ভালোলাগা কাজ করে। কারণ শিক্ষার্থীদের সঙ্গে সময়টা কাটাতে ভীষণ ভালোলাগে। নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করি আমি প্রতিটি ক্লাসে। যা অন্য কোথাও শেয়ার করার আর সুযোগ নেই। প্রতিটি ক্লাসে আমিও নিজেকে নানাভাবে সমৃদ্ধ করার চেষ্টা করি। সবমিলিয়ে এই পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি নতুন একটা পৃথিবী দেখি, এই পৃথিবী দেখার সুযোগ হয়ে উঠত না যদি আমি বিএফআইয়ের সঙ্গে যুক্ত না হতাম।’ গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ’র বাবা বিজয় কৃষ্ণ চৌধুরী ও মা রনিতা চৌধুরী। তিন বোন দুই ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়। চিত্রলেখা গুহকে তার বাবা মা ও আত্মীয় স্বজনরা মুন্নী নামেই ডাকতেন। চট্টগ্রামের অপর্ণা চরণ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বিয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের বরেণ্য শিল্প নির্দেশক উত্তম গুহর সঙ্গে চিত্রলেখার বিয়ে হয় ১৯৮৬ সালের ২৮ এপ্রিল। তাদের দুই কন্যা নোলক ও নৈরীত। নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ও মমতাজ উদ্দীন আহমেদের রচনায় প্রথম চিত্রলেখা গুহ ‘কুঞ্জ নিকুঞ্জ’ নাটকে অভিনয় করেন। বিটিভির প্রথম প্যাকেজ নাটক আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘প্রাচীর পেরিয়েতে তিনি অভিনয় করেন।