
চলচ্চিত্র জগতে কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়, বহু অভিনেত্রীকেই এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি হিন্দি এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির এই অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। কাজের বিনিময়ে নিজেকে বিক্রি করতে রাজি নন, এমনটাই জানিয়েছেন তিনি। ইন্দিরা কৃষ্ণান জানান, হিন্দি চলচ্চিত্র শিল্পের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বেশি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুধু একবার নয়, বহুবার এ ধরনের ঘটনার শিকার হয়েছি। বরং দক্ষিণী চলচ্চিত্রে এই ধরনের পরিস্থিতির মুখে আমাকে বারবার পড়তে হয়েছে।’
‘রামায়ণ’ খ্যাত এই অভিনেত্রী একটি বড় প্রকল্পের কথা উল্লেখ করে জানান, একজন প্রযোজকের কাছ থেকে অপ্রীতিকর প্রস্তাব পাওয়ার পর তিনি সরাসরি তার প্রতিবাদ করেন। প্রযোজকের প্রত্যাশা যখন সীমা ছাড়িয়ে যাচ্ছিল, তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি আমার প্রতিভা বিক্রি করতে এসেছি, নিজেকে নয়।’ ইন্দিরা অকপটে স্বীকার করেন যে, এমন ঘটনার কারণে তিনি কিছু ভালো প্রকল্প হারিয়েছেন। তবে এতে তার নীতির প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তিনি মনে করেন, নিজের সম্মান বজায় রেখে চলার জন্য এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি। শেষে বলেন, ‘ছোট পর্দা আমাকে আমার দক্ষতা আরও ভালো ভাবে তুলে ধরতে সাহায্য করেছে। সেখানেও আমি যথেষ্ট সম্মান পেয়েছি। হ্যাঁ, আমি শুনেছি টিভি ইন্ডাস্ট্রিতেও এরকম অনেক ঘটনা ঘটে। কিন্তু আমার মনে হয়, সেই সময় এটি এমন কিছু ছিল, যার মুখোমুখি আমাদের সবাইকেই হতে হয়েছিল।’