ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি’

‘আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি’

দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন পেশার ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে। নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য তুলে ধরেন। মন্তব্যের কারণে অনেকের বিরাগভাজন হয়েছেন। তবুও থেমে যাননি। এবার এক পোস্টে তিনি জানালেন, অপরাধী হলেই তিনি চুপচাপ থাকতেন এবং ট্যাটাস দিতেন না। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে এক পোস্টে জয় লেখেন, ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম। স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ তাদের অপরাধ কেউ মনেও করে না। তাদের কেউ গালিও দেয় না।’ অভিনেতার এ পোস্টে মুহূর্তেই লুফে নিয়েছেন তার অনুরাগীরা। প্রামণ মিলেছেন অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে। একজন লিখেছেন, ‘যেটা ভালো সেটা উত্তম। যারা ভয় দেখায় তাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই। তাই দূর থেকে ভয় দেখিয়ে পৈশাচিক আনন্দ নেয়। তবে যাদের সামনে মর্যাদা ক্ষুণ্ণ হয় তাদের এড়িয়ে চলা ভালো।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত