
সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। নতুন খবর, শুটিংয়ের ৭৫ শতাংশ শেষ হয়েছে; সবকিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদেই মুক্তি পাবে ছবিটি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পরিচালক রায়হান খান জানান, ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সে সময় ঘটনাটি সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন।