ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মৌসুমী-শাবনূরের আবেগঘন পুনর্মিলন

মৌসুমী-শাবনূরের আবেগঘন পুনর্মিলন

ঢাকাই সিনেমার সোনালি দিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী তারকা মৌসুমী ও শাবনূর। রূপালি পর্দায় দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্ব ও আন্তরিকতার কথা সবারই জানা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই দুই জনপ্রিয় নায়িকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। গত ১৭ ডিসেম্বর ছিল চিত্রনায়িকা শাবনূরের ৪৬তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। বর্তমানে সেখানে জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের বাসায় অবস্থান করছেন শাবনূর।

শাবনূরের আমেরিকায় আসার খবর পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি মৌসুমী। গত কয়েক বছর ধরে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। প্রিয় সহকর্মীর আগমনের সংবাদ পেয়ে একগুচ্ছ ফুল নিয়ে অমিত হাসানের বাসায় হাজির হন মৌসুমী। দীর্ঘদিন পর একে অপরকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই তারকা। ভালোবাসায় জড়িয়ে ধরেন একে অপরকে। এই বিশেষ মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাবনূর নিজেই। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘অনেকদিন পর মৌসুমী আপুর সাথে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!’ ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর হাত ধরে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত