ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই বিপ্লবীদের মাসিক ভাতা দেবে সরকার

* জুলাই বিপ্লবে আহতদের শাহবাগ অবরোধ * মাসিক ১৫ ও ২০ হাজার টাকা ভাতা পাবেন ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’
জুলাই বিপ্লবীদের মাসিক ভাতা দেবে সরকার

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হঠাতে গিয়ে গত বছরের জুলাই-আগস্টে শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। জুলাই বিপ্লবী শহীদ পরিবারের সদস্য এবং আহতরা বিভিন্ন দাবিতে গতকাল সোমবার রাজধানীর শাহবাগ রাস্তা অবরোধ করেন। অবরোধের মধ্যেই তাদের জন্য ভাতা ও বিভিন্ন রকমের সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে দাবি জানানো হয়, মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়াও গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে। এছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও জানানো হয়।

গতকাল জুলাই বিপ্লবে আহতদের শাহবাগ অবরোধ চলাকালীন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, এ সপ্তাহে বা শিগগিরই জুলাই অধিদপ্তর আত্মপ্রকাশ করবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হবে। সে অনুযায়ী সনদ, পরিচয়পত্র দেয়া হবে। স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন।

তিনি বলেন, তিনটি ক্যাটাগরি করা হচ্ছে। ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ‘বি’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। আর ‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এরপরে যে সরকার আসবে, তারাও জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আসবেন। ফলে আমরা আশা করছি জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিষয়গুলো পরবর্তী সরকারও অগ্রাধিকারে রাখবে।

ফারুক-ই-আজম বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞায়ও পরিবর্তন আনা হচ্ছে। সে অনুযায়ী জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হবে। সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে। পরবর্তীতে তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, জুলাই শহীদ ও যোদ্ধাদের পরিচয়পত্র প্রদান করা হবে, যা দিয়ে তারা সরকার নির্ধারিত বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। সরকার এরইমধ্যে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে, আহতদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত