ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাকসু নির্বাচন পেছাল, ভোট গ্রহণের নতুন তারিখ নিয়ে সমালোচনা

রাকসু নির্বাচন পেছাল, ভোট গ্রহণের নতুন তারিখ নিয়ে সমালোচনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্বঘোষিত তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। ভোট গ্রহণের তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।

এদিকে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরুর আগে মহাষষ্ঠীর দিনে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এছাড়া তফসিল পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ উল্লেখ করে বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য পূর্বনির্ধারিত তফসিলের সময় যথেষ্ট হচ্ছে না। আমরা আবাসিক হলে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক ভবনে ভোট গ্রহণের সিদ্ধান্ত ও ডোপ টেস্ট করার জন্য দীর্ঘ সময় প্রয়োজন, যা আমাদের ধারণায় ছিল না। এছাড়া ভোটার তালিকায় ছবি সংযুক্তি করতেও সময় প্রয়োজন। মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাইসহ সব নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন শেষে ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত