ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মূল্যস্ফীতি কমে ৩৭ মাসের সর্বনিম্ন

মূল্যস্ফীতি কমে ৩৭ মাসের সর্বনিম্ন

জুলাই মাসে বাড়ার পর অগাস্টে সার্বিক মূল্যস্ফীতি ফের কমার খবর দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। গতকাল রোববার প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, অগাস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা গতবছর অগাস্টে ১০ দশমিক ৪৯ শতাংশ ছিল। এ বছর জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। সে হিসেবে অগাস্টে মূল্যস্ফীতির হার কিছুটা

কমেছে। অগাস্টের মূল্যস্ফীতির এই হার ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে এই হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ২৯ শতাংশ মূল্যস্ফীতির মানে হল, ২০২৪ সালের অগাস্ট মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের অগাস্টে কিনতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ২৯ পয়সা। গতবছর জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় সার্বিক মূল্যস্ফীতি উঠেছিল ১১ দশমিক ৬৬ শতাংশে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরের কয়েক মাস সাধারণ মূল্যস্ফীতি ৯ ও ১০ শতাংশের মধ্যেই ওঠানামা করছিল। এ বছর মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ০৫ শতাংশে নেমে আসার তথ্য দেয় বিবিএস। জুনে তা আরো কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়। কিন্তু এক মাস বাদে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক আবার ঊর্ধ্বমুখী হয়। অগাস্টে মূল্যস্ফীতি সামান্য কমলেও এই হার সরকারের লক্ষ্যমাত্রার অনেকটা উপরে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে।

বিবিএস এর সবশেষ তথ্য বলছে, সার্বিক মূল্যস্ফীতি কমে এলেও অগাস্ট মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসের ৭ দশমিক ৫৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। জুলাই মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। অগাস্ট মাসে তা কমে ৮ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে।

জুলাই মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, যা জুলাইয়ে ৮ দশমিক ৫৫ শতাংশ ছিল। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের ৮ দশমিক ৯৫ শতাংশ থেকে কমে অগাস্ট মাসে ৮ দশমিক ২৪ শতাংশ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত