গত ২০২৪ সালের গোটা বছর মোট ৯ কোটি ২০ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি)। এর আগে কোনো এক বছরে এত বেশি সংখ্যক যাত্রীকে পরিষেবা প্রদানের রেকর্ড নেই এই বিমানবন্দরের। দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল সংযুক্ত আরব আমিরাতের ৭টি অঙ্গরাজ্য বা এমিরেতের একটি হলো দুবাই। গত প্রায় দু’দশক ধরে দুবাই বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র ও পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। তাই সারা বছরই ভিড় লেগে থাকে এই এমিরেতে।