
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষের ৪২ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে চিঠি পাঠিয়ে জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।
পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ সব রাজনৈতিক বন্দীরও মুক্তি চেয়েছেন কংগ্রেস সদস্যরা। গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। প্রতিনিধি পরিষদের (হাউস অব রেপ্রেজেন্টেটিভস) ওই সদস্যদের অভিযোগ, পাকিস্তানজুড়ে দমন পীড়ন বেড়েছে এবং দেশটির মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। চিঠি পাঠানোর উদ্যোগে নেতৃত্বও দিচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল ও গ্রেগ কাসার। তাদের সঙ্গে আরও ৪০ জন কংগ্রেস সদস্য আছেন।
তাদের মধ্যে ফিলিস্তিনপন্থি মুসলিম সদস্য ইলহাম ওমর ও রাশিদা তায়েব অন্যতম। গত বুধবার চিঠিটি জনসম্মুখে প্রকাশ করা হয়। ওই চিঠিতে পাকিস্তানি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মার্কিন নাগরিক, সে দেশে বসবাসকারী পাকিস্তানি নাগরিক ও তাদের পাকিস্তান নিবাসী আত্মীয়-স্বজনদের হুমকি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, মূলত পাকিস্তানের সামরিক বাহিনীর সমালোচনা করার কারণেই তারা কর্মকর্তাদের রোষানলে পড়েছেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বা ওয়াশিংটনে নিযুক্ত দূতাবাস কোনো মন্তব্য করেনি।