ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত

কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত

সামাজিক যোগযোগমাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই ভিসা পেলে স্পন্সর বা পৃষ্ঠপোষক ছাড়াই ১০ বছর দেশটিতে থাকতে পারবেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল মিডিয়া খাতে সংশ্লিষ্টদের জন্য আমিরাতকে প্রধান গন্তব্য করার লক্ষ্য নিয়েছে সরকার। সেই লক্ষ্যের অংশ হিসেবে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরকে গোল্ডেন ভিসা দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে। আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারের জন্য মানও নির্দিষ্ট করে দিয়েছে আমিরাতের সরকার। যেসব ক্রিয়েটরের কন্টেন্টে সৃষ্টিশীলতা রয়েছে কিংবা যেসব কন্টেন্ট সমাজে প্রভাব ফেলতে সক্ষম, কন্টেন্ট তৈরির জন্য যারা পুরস্কার কিংবা স্বীকৃতি পেয়েছেন এবং যাদের কন্টেন্টের ফলে আমিরাতের নেটিজেনরা লাভবান হতে পারেন কেবল তাদেরকে দেয়া হবে গোল্ডেন ভিসা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত