ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের

পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের। ইরানের সর্বোচ্চ নেতার কর্ম ও কীর্তি সংরক্ষণ ও প্রচার বিভাগ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব পেজে বিভিন্ন ভাষায় এই মন্তব্য প্রকাশ করেছে।

ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে যখন

বিভিন্ন মহল থেকে নানা অযৌক্তিক মন্তব্য করা হচ্ছে ঠিক তখনি এই বক্তব্য প্রকাশ করা হলো। সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে, ফিলিস্তিনি ভূখণ্ডের মালিকানা কেবলি ফিলিস্তিনিদের, অন্য কেউ এর মালিকানা দাবি করতে পারে না।

এদিকে, ইমাম খোমেনী (রহ.)-এর প্রতি স্বৈরাচারী শাহের বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক আনুগত্যের বার্ষিকীতে গতকাল ইসলামী ইরানের সেনাবহিনীর বিমান ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ফোর্সের এক দল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৯৭৯ সালের ঐ দিনে শাহের বিমান বাহিনীর অফিসাররা ইমাম খোমেনী (রহ.)’র প্রতি আনুগত্য প্রকাশ করেন। এ কারণে ইরানে ফার্সি ১৯ বাহমান (৭ ফেব্রুয়ারি) বিমান বাহিনী দিবস হিসেবে পালিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত