ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

১০ যাত্রীসহ নিখোঁজ

কী ঘটেছে মার্কিন বিমানটির ভাগ্যে?

কী ঘটেছে মার্কিন বিমানটির ভাগ্যে?

একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ সিয়াটলে গত বুধবার সকালে দুই বিমানের সংঘর্ষের ঘটনার পর মার্কিন মুলুকের আলাস্কায় এবার ১০ যাত্রীসহ নিখোঁজ হয়েছে একটি ছোট বিমান। আলাস্কার পশ্চিম উপকূলীয় একটি দূরবর্তী অঞ্চলে স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকালে বিমানটি নিখোঁজ হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে বিমানটির সন্ধান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বেরিং এয়ার পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে নোমে শহরে অবতরণ করার কথা থাকলেও বিমানটি রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে। বেরিং এয়ার ফ্লাইট ৪৪৫ নামের বিমানটি স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিটে আলাস্কার ইউনালাকলিট থেকে যাত্রা শুরু করে বলে জানান এয়ারলাইনের পরিচালনা পরিচালক ডেভিড ওলসন। পরে ৩টা ২০ মিনিটের দিকে অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর ১০ মিনিট আগেই এটি রাডার থেকে হারিয়ে যায় এবং বিমান সংস্থা ও বিমান চলাচল নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে একজন পাইলটসহ ৯ জন যাত্রী ছিলেন। তবে তাদের নামণ্ডপরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বেরিং এয়ারের সেসনা ২০৮ ক্যারাভান সাধারণত সর্বোচ্চ ৯ জন যাত্রী বহনে সক্ষম। বিমানটির শেষ অবস্থান ছিল সমুদ্র উপকূল থেকে ১২ মাইল দূরে বলে জানিয়েছে কোস্ট গার্ড। আলাস্কা স্টেট ট্রুপার্সের মতে, অবতরণের নির্ধারিত সময় পার হওয়ার ৩০ মিনিট পরেও বিমানটি পৌঁছায়নি। ফলে একে ‘ওভারডিউ’ বা দেরিতে পৌঁছানো বিমান হিসেবে রিপোর্ট করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত