ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের সঙ্গে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

কাতারের আমির
ইরানের সঙ্গে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে  আমরা প্রতিশ্রুতিবদ্ধ

কাতার আমির তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, ‘আঞ্চলিক উন্নয়ন-অগ্রগতি এবং স্থিতিশীলতার লক্ষ্য পূরণে ইরান ও কাতারের মধ্যে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি এক্স (সাবেক টুইটার) সোশ্যাল নেটওয়ার্কে একটি বার্তায় লিখেছেন, ‘দুই দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে আরও ফলপ্রসূ সহযোগিতা এবং বিদ্যমান অংশীদারিত্ব সম্প্রসারণের যৌথ প্রচেষ্টার কাঠামোর অংশ হিসেবে আমি তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে দেখা করেছি।’ কাতারের আমির আরও বলেন, ‘এই বৈঠকে আমরা সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করেছি।’ দুই দেশের মধ্যে প্রচেষ্টা এবং সমন্বয় জোরদার করা হবে বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি কাতারের আমির তেহরান সফর করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত