ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ইচ্ছাকৃতভাবে নাশকতা’ করছেন নেতানিয়াহু : হামাস

‘ইচ্ছাকৃতভাবে নাশকতা’ করছেন নেতানিয়াহু : হামাস

হামাসের রাজ্বনৈতিক শাখার নেতা বাসেম নাইম বলেছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে ‘ইচ্ছাকৃতভাবে নাশকতা’ করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন তিনি। হামাসের রাজ্বনৈতিক শাখার এ নেতা বলেন, যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রাখতে হলে ইসরাইলকে চুক্তি অনুযায়ী ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে। এ সপ্তাহের শনিবার চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করলেন হামাসের ওই নেতা।

নাইম বলেছেন, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন করার আগে আমাদের এটা নিশ্চিত হতে হবে যে, আগের ধাপের ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, নেতানিয়াহু স্পষ্টতই জোরালো বার্তা দিচ্ছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে চুক্তি ভঙ্গ করছেন এবং গাজার ওপর পুনরায় যুদ্ধ চাপিয়ে দিতে চাইছেন।

গত রোববার ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বিলম্ব করা হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। ইসরাইলের ছয় জিম্মির মুক্তির বিনিময়ে ওই ফিলিস্তিনিদের মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু শনিবার হামাস জিম্মিদের মুক্তি দিলেও ইসরাইল ফিলিস্তিনিদের মুক্তি বিলম্ব হবে বলে জানিয়েছে ইসরাইল। জিম্মি মুক্তির সময় হামাস যে আনুষ্ঠানিকতা করেছে তার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, (ওই অনুষ্ঠান) আমাদের জিম্মিদের অপমান করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত