ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে জোর দিয়ে বলেছে যে কেবল আলোচনার মাধ্যমেই বাকি ইসরায়েলি বন্দিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায়। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বন্দি বিনিময়ের অংশ হিসেবে চার ইসরায়েলি বন্দির লাশ হস্তান্তরের পর ইসরায়েল যখন ৬৪২ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তখন হামাসের পক্ষ থেকে এ বক্তব্য এলো।
হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় সমস্ত নিয়ম কানুন এবং বিধানের বিষয়ে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং সেইসঙ্গে চুক্তির দ্বিতীয় পর্যায়ের সঙ্গে সম্পর্কিত আলোচনা শুরু করার বিষয়ে আমরা পূর্ণ প্রস্তুত আছি। হামাস বিবৃতিতে আরো বলেছে, গাজায় এখনো আটক ইসরায়েলি বন্দিদের ছাড়িয়ে নেয়ার একমাত্র উপায় হল যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং আলোচনা চালিয়ে যাওয়া। বন্দি বিনিময় বানচাল করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের অব্যাহত ব্যর্থ চেষ্টার ফলে এই শাসক গোষ্ঠীর সামনে বিকল্প আর কোনো পথ খোলা নেই বলেও হামাস বিবৃতিতে উল্লেখ করেছে।