মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গুরুত্বপূর্ণ কোনো নিরাপত্তা নিশ্চয়তা দেবে না। তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটন ডিসি সফরে এসে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করবেন।
গত বুধবার ট্রাম্প বলেন, আমি খুব বেশি নিরাপত্তা নিশ্চয়তা দিতে চাই না। তিনি আরও বলেন, এই দায়িত্ব ইউরোপকেই নিতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের একটি ‘প্রাথমিক’ অর্থনৈতিক চুক্তি প্রস্তুত রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, ওই চুক্তিতে এখনো কোনো মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়নি, যা রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, ওয়াশিংটনে এই সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর চুক্তিটি পুরোপুরি নির্ভর করতে পারে।
তিনি বলেন, এই চুক্তিটি বড় সফলতা হতে পারে, আবার নীরবে হারিয়েও যেতে পারে। আমাদের এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যকার আলোচনার ওপরই এই সফলতা নির্ভর করছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চুক্তির আওতায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দেয়া হবে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রুশ আক্রমণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিদান হিসেবে এই প্রবেশাধিকার দেয়া হবে।