ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হলোকস্ট থেকে বেঁচে ফেরা সবচেয়ে বয়স্ক মানুষের জীবনাবসান

হলোকস্ট থেকে বেঁচে ফেরা সবচেয়ে বয়স্ক মানুষের জীবনাবসান

হলোকস্ট থেকে বেঁচে ফিরে আসা সবচেয়ে বয়স্ক মানুষ রোজ জিরোনের জীবনাবসান হয়েছে। তার বয়স হয়েছিল ১১৩ বছর। নিউইয়র্কের এনজিও ক্লেইমস কনফারেন্স গত বৃহস্পতিবার তাদের সোশ্যাল মিডিয়ায় এ কথা জানায়। এখন ১০৮ বছর বয়সী মিরিয়াম বোলেকে সবচেয়ে বয়স্ক হলোকস্ট সারভাইভার বলে মনে করা হচ্ছে। আর রোজের জন্ম পোল্যান্ডে। ১৯১২ সালে। সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত সোমবার নিউইয়র্কের বেলমোরের একটি নার্সিং হোমে মৃত্যু হয় তার। রোজের স্মৃতিচারণা করতে গিয়ে তার কন্যা রেহা বেনিকাসা বলেন, তার মা দৃঢ় প্রত্যয়ী এবং প্রাণবন্ত মানুষ ছিলেন। কঠিন সময়কে কীভাবে সঠিক কাজে লাগানো যায় তা উনি জানতেন। তিনি সংবেদনশীল এবং ঠান্ডা মাথার মানুষ ছিলেন। ছোটবেলা থেকে আমি এমন কোনো সমস্যা দেখিনি যার সমাধান তার কাছে ছিল না। বার্লিনের ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ‘রোজ জীবনী শক্তির দলিল ছিলেন।’ বর্তমানে পোল্যান্ডের জানোভ শহরে জন্ম হয় রোজের।

সেই সময় জানোভ জার্মানির অংশ ছিল। হলোকস্ট থেকে বেঁচে ফিরে আসা মানুষদের নিয়ে কাজ করতে থাকা সংস্থা ক্লেইমস কনফারেন্স জানিয়েছে, ১৯৩৮ সালে রোজ তার স্বামী জুলিয়াস ম্যানহাইমের সঙ্গে তৎকালীন জার্মান ব্রেসলাওতে (এখন পোল্যান্ডের রক্ল) চলে আসেন। নাৎসি বাহিনী তখন জার্মানি জুড়ে ইহুদিদের বিরুদ্ধে ক্রিস্টালনাখট হত্যাকাণ্ড চালাচ্ছিল। রোজ নাৎসি বাহিনীকে সিনাগগ, ইহুদি বই পুড়িয়ে ফেলতে দেখেছেন। রোজ যখন আটমাসের অন্তঃসত্ত্বা তখন তার স্বামীকে গ্রেপ্তার করে বুখেনওয়াল্ড কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠায় নাৎসি বাহিনী। তিনি ছাড়া পেলে তারা চীনের সাংহাইতে পালিয়ে যান। পরবর্তী কালে, ১৯৪৭ সালে নিউইয়র্কে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত