
পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর অভিযোগ এনে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি রেখেছে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। তবে সেই নিষেধাজ্ঞা বাতিল করার সামর্থ্য আছে ইরানের বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত শনিবার তেহরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পেজেশকিয়ান জাতীয় ঐক্য, প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এবং আন্তর্জাতিক চুক্তির শোষণকে এমন উপাদান হিসাবে বর্ণনা করেছেন যা ইরানকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং নিষেধাজ্ঞাগুলোকে নিরপেক্ষ করতে সহায়তা করবে।