ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ফিলিস্তিনি পতাকা নিয়ে এলিজাবেথ টাওয়ারে ওঠা সেই ব্যক্তি গ্রেপ্তার

ফিলিস্তিনি পতাকা নিয়ে এলিজাবেথ টাওয়ারে ওঠা সেই ব্যক্তি গ্রেপ্তার

ব্রিটেনের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের এলিজাবেথ টাওয়ারের পর্যটন স্পট বিগ বেনে উঠে ফিলিস্তিনের পতাকা উড়ানোয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি গতকাল (শনিবার) ভোরে এলিজাবেথ টাওয়ারের বিগ বেনের কয়েক মিটার উপরে উঠে ফিলিস্তিনের একটি পতাকা ওড়াচ্ছিলেন এবং ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ বলে স্লোগান দিচ্ছিলেন। তবে ওই ব্যক্তি বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি। এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে শনিবার সকালে ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। একইসঙ্গে পার্লামেন্টে দর্শনার্থী পরিদর্শনও বাতিল করা হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ‘এলিজাবেথ টাওয়ারের এ ঘটনার বিষয়ে গতকাল গ্রিনিচ মান সময় ৭টা ২৪ মিনিটের দিকে জানতে পারেন পারি। আমরা ফায়ার ব্রিগেডসহ অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করেছি এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের নিয়োজিত করেছি।

জরুরি উদ্ধারকারী বিভাগের কর্মীরা একটি ক্রেন নিয়ে ওই ব্যক্তির কাছাকাছি পৌঁছান এবং তার সঙ্গে কথা বলেন। পরে তিনি নেমে আসেন। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে।’ বিগ বেন মূলত টাওয়ারের ভেতরে অবস্থিত বিশাল ঘণ্টাকে বোঝায়, তবে এটি প্রায়ই পুরো টাওয়ারটিকেও নির্দেশ করে। ১৮৫৯ সালে বিগ বেনের নির্মাণকাজ শেষ হয়। বিগ বেনকে ব্রিটিশ ঐতিহ্য এবং স্থাপত্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত