ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার হয়েছেন। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে গতকাল মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই গ্রেফতার হন দুতার্তে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভোরে ইন্টারপোল ম্যানিলা আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কাগজটি হাতে পাওয়ার পরই তাকে আটক করা হয়। এখন পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে আছেন। ম্যানিলার ভিলামোর এয়ার বেসে আটক অবস্থায় মেয়ে ভেরোনিকা দুতার্তের ইনস্টাগ্রাম পোস্ট করা এক ভিডিওতে, সাবেক প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, আমি কোন আইন ভঙ্গ করেছি? কী অপরাধ করেছি? ভিডিও বার্তায় ৭৯ বছর বয়সী আরও বলেন, আমি নিজ ইচ্ছায় এখানে আসিনি, অন্য কেউ আমাকে এনেছে। এখন তোমাদেরই আমার স্বাধীনতা হরণ করার ব্যাখ্যা দিতে হবে। ২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন রদ্রিগো দুতার্তে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ে হাজারো মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই দরিদ্র। অনেক সময় মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া সত্ত্বেও তাদের মেরে ফেলা হয়।