অবশেষে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে অস্ত্রবিরতির সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আবারও চালু হতে চলেছে তোরখাম বাণিজ্যিক রুট। কয়েক সপ্তাহ ধরে খাইবার-তোরখাম সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে গত সোমবার পাক-আফগান জিরগার মধ্যে এই সমঝোতা হয়। পাকিস্তানি জিরগার সদস্য জাওয়াদ হুসাইন জিও নিউজকে জানান, উভয় পক্ষ সংঘর্ষ বন্ধ রাখতে এবং গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে বাণিজ্য ও যাতায়াত পুনরুদ্ধারে সম্মত হয়েছে। সমঝোতার অংশ হিসেবে আফগান বাহিনীর বিতর্কিত নির্মাণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে। আফগান প্রতিনিধিদল এ বিষয়ে তাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য গত সোমবার সন্ধ্যা পর্যন্ত সময় চেয়েছে। হুসাইন জানান, আফগান জিরগার সদস্যরা তাদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নির্মাণ কাজ স্থগিত রাখার সিদ্ধান্তের ব্যাপারে অবহিত করবেন এবং বিষয়টি পরবর্তী যৌথ চেম্বার অব কমার্সের বৈঠক পর্যন্ত মুলতবি থাকবে। এই বৈঠকেই চূড়ান্তভাবে বিতর্কিত নির্মাণ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এর আগেই তোরখাম ক্রসিং দিয়ে বাণিজ্যিক কার্যক্রম আবারও শুরু করা হবে। পরবর্তী বৈঠকের তারিখ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে। এছাড়া, পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং আফগান কর্তৃপক্ষের মধ্যেও শিগগির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।