ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তান পরিস্থিতি ও ইমরান খান প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর

পাকিস্তান পরিস্থিতি ও ইমরান খান প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর

বিভিন্ন মামলায় বর্তমানে কারাভোগ করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। ক্ষমতাসীন দল খানকে অন্যায়ভাবে জেলে রেখেছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী, জানতে চাইলে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

একই সঙ্গে কিছু দেশের ওপর সম্ভাব্য প্রবেশ নিষেধাজ্ঞার খবরটিও প্রত্যাখ্যান করেছেন তিনি।

গত বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে ইমরান খানের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমরা অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না। আপনি যদি আরও বিশদ জানতে চান, তাহলে হোয়াইট হাউসকে জিজ্ঞাসা করতে পারেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত