ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রেনের ভাড়ায় ২০ শতাংশ ছাড় ঘোষণা পাকিস্তানের

ট্রেনের ভাড়ায় ২০ শতাংশ ছাড় ঘোষণা পাকিস্তানের

ঈদুল ফিতরের আগমনে যাত্রীদের সুবিধা দিতে এবং রেলভ্রমণকে উৎসাহিত করতে পাকিস্তান রেলওয়ে (পিআর) ট্রেনের ভাড়ায় ২০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। গত শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। গত শনিবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের প্রথম তিন দিন এই ছাড় কার্যকর থাকবে এবং এটি সকল মেইল, এক্সপ্রেস ও আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অগ্রিম টিকিট কাটার ক্ষেত্রেও এই ডিসকাউন্ট কার্যকর হবে। তবে, ঈদ স্পেশাল ট্রেনের জন্য এই ছাড় প্রযোজ্য হবে না। রেলওয়ের সকল বুকিং অফিসকে ভাড়া হ্রাসের এই নির্দেশ কঠোরভাবে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা এ সুবিধা যথাযথভাবে পেতে পারেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপ যাত্রীদের জন্য আর্থিক স্বস্তি ও সুবিধা প্রদান করবে, যাতে তারা ঈদ উদযাপনের জন্য পরিবারের কাছে যেতে পারেন। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভ্রমণের খরচ কমানো সাধারণ যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য। এছাড়াও ঈদের সময় মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ট্রেনভ্রমণকে আকর্ষণীয় করার মাধ্যমে কর্তৃপক্ষ সড়কপথের চাপ কিছুটা কমাতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত