
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোলুকে দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। ইমামোলু তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তানবুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। বিবিসি এ খবর দিয়ে জানিয়েছে, একরেম ইমামোলু রিপাবলিকান পিপলস পার্টি-সিএইচপির নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল গত রোববার। সেদিনই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে গ্রেপ্তার দেখানোর কয়েক দিন আগে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে ইমামোলুকে। ‘অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুসগ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতির’ অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে। তবে ইমামোলু বলেছেন, এ সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ‘আমি কখনো মাথানত করব না,’ হেফাজতে নেয়ার আগে এক্স অ্যাকাউন্টে লেখেন ইস্তানবুলের মেয়র। তাকে আটকের প্রতিবাদে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে।’