ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুজন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আল-জাজিরার সাংবাদিক। তার নাম হোসাম শাবাত। বয়স ২৩ বছর। তিনি আল-জাজিরা মুবাশ্বেরে কর্মরত ছিলেন। গত সোমবার গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানান, বেইত লাহিয়ার পূর্বাংশে হোসাম শাবাতকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা হয়। গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ থেকে আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন, এর আগেও অন্য একটি ইসরায়েলি হামলায় হোসাম শাবাত আহত হয়েছিলেন। তা-ও গাজায় সংবাদ প্রতিবেদন করা অব্যাহত রেখেছিলেন তিনি। তারেক বলেন, কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই হোসামের গাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার দিনের শুরুতে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় মোহাম্মদ মানসুর নামের আরেক সাংবাদিক নিহত হন। তিনি ‘প্যালেস্টাইন টুডে’ নামের একটি সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। আল-জাজিরার তারেক আবু আজ্জুম বলেন, মোহাম্মদ মানসুর নিজ বাড়িতে হামলার শিকার হন। ওই সময় তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। এ হামলা নিয়েও আগে থেকে সতর্ক করা হয়নি। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে সেখানে এই দুজন নিয়ে মোট ২০৮ জন সংবাদকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের (জিএমও) তথ্য এটা। জিএমও এক বিবৃতিতে ‘ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো, হত্যা ও গুপ্তহত্যার ঘটনায় দখলদার ইসরায়েলি বাহিনীর প্রতি তীব্র নিন্দা’ জানানো হয়েছে। সেই সঙ্গে সংবাদমাধ্যমসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে গাজায় ‘ফিলিস্তিনি সাংবাদিক ও সংবাদকর্মীদের বিরুদ্ধে এমন পদ্ধতিগত অপরাধের’ সমালোচনা করার আহ্বান জানানো হয়েছে। এমন জঘন্য অপরাধ সংঘটনের পেছনে ইসরায়েলের পাশাপাশি দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং গণহত্যায় অংশ নেয়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলোকে দায়ী করেছে জিএমও।